2013-জানুয়ারি-মার্চ-76-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বোর্ড প্রশ্ন সমাধান ও অনলাইন পরীক্ষা

লগারিদম সারণি তৈরী করেন---------।
সবচেয়ে সরল সংখ্যাপদ্ধতি হচ্ছে -----------।
PCI এর পূর্নরূপ হচ্ছে------।
কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগাযোগকে-----------বলে?
Recycle Bin ফোল্ডারে ---------ফাইল জমা থাকে।
Legal size কাগজের পরিমাণ হচ্ছে---।
একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ------------ব্যাবহৃত হয়।
Microsoft Power Point একটি --------Software Package ।
ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে ---------বলে।
LAN অর্থ-----।
CPU- হলো -
Macro কী?
(১১)১০ সংখ্যাটি বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
কোনটি Anti virus নয়?
MS Access একটি-
বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার ব্যাবহৃত হয়?
F5 হতে F25 সেলের ডাটা সংযোগ করার ফাংশন-
LAN শব্দের পূর্ণরূপ কোনটি ?
নিচের কোনটি Internet Connectivity এর নাম নয় ?
নিচের কোনটি NIC এর পূর্ণরূপ ?
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
একটি কম্পিউটারের সাথে ২টি ‍System Software ওপেন করা যায়।
MS Excel একটি Spread Sheet Analysis Application Program ।
Sort এর কাজ হলো রেকর্ডগুলোকে সাজানো।
(১০০১)১ সংখ্যাটিকে দশমিক সহকারে প্রকাশ করলে ১১ হয়?
ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।
MS Excel -এ Sort করা যায় Data menu ব্যাবহার করে।
Website চিঠিপত্র লেখার কাজে ব্যাবহার হয়।
কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম।
Google একটি সার্চ ইন্জিন।
একটি System Software ও একটি Application Software এর নাম লেখ।
Mail Merge কী ?
RAM এবং ROM এর পূর্নরূপ লেখ।
Operating System বলতে কী বুঝায় ?
MS Excel এ Default Sheet Tab কয়টি থাকে?
বিজয় ৫২ কে তৈরী করেছেন ?
File menu Bar এ ব্যাবহৃত চারটি Sub-Menu এর নাম লেখ।
BIOS এর পূর্নরূপ লেখ।
Dialog box কী ?
একটি English Font এবং একটি Bangla Font এর নাম লেখ।
Mr. Glory is------rich man.
Dhaka is-------------Capital city of Bangladesh.
The mouse is-------------input device.
He is---------honest man.
My mother raeds -------Holy Quran.
আমি বাড়ি যাব।
শারীকা স্কুলে যায়।
সূর‌্য পূর্ব দিকে উঠে।
তুমি কাকে চাও ?
পদ্মা একটি বড় নদী ?
2013-জানুয়ারি-মার্চ-76-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}